প্রকাশিত: Wed, Dec 27, 2023 8:28 PM আপডেট: Tue, Jul 1, 2025 10:22 PM
[১]পাইকগাছায় হরিণের মাংসসহ বিক্রেতা আটক
এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা): [২] খুলনার পাইকগাছায় হরিনের মাংশ সহ এনামুল খাঁ (৩৫) নামে এক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের রুস্তম আলী খাঁর ছেলে।
[৩] সোমবার রাত দশ টার দিকে সোলাদানা বাজার এলাকা থেকে ৩ কেজি হরিণের মাংশসহ গোপন সংবাদে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
[৪] পুলিশ জানায়, উপজেলার সোলাদানা ইউনিয়নে সোলাদানা বাজারে হরিণের মাংশ বিক্রি হচ্ছে এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ৩ কেজি হরিণের মাংসসহ এনামুল খাঁ কে আটক করে।
[৫] পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, হরিণের মাংসসহ আটক ব্যক্তির নামে থানায় মামলা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।